নিউজ ডেস্ক || লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চলে রেল পরিসেবা এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও, আংশিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যাত্রীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে আজ, ১০ জুলাই, দুটি একমুখী বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
ট্রেন নম্বর ০৫৬১৬ (শিলচর–গুয়াহাটি) শিলচর স্টেশন থেকে দুপুর ১২টায় ছাড়বে এবং রাত ১১:৩০টায় গুয়াহাটিতে পৌঁছাবে। অপরদিকে, ট্রেন নম্বর ০৫৬১৯ (গুয়াহাটি–আগরতলা) গুয়াহাটি থেকে দুপুর ১২টায় যাত্রা শুরু করে পরদিন ভোর ৩:৩০টায় আগরতলায় পৌঁছাবে। এই ট্রেন দুটি গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত বিরতি দেবে।
প্রসঙ্গত, লামডিং ডিভিশনের মুপা-দিহাখো স্টেশনের মাঝখানে (কেএম-৫১/১-২) প্রবল ভূমিধসের কারণে রেললাইনে মাটি, পাথর ও বোল্ডার পড়ায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবল মোতায়েন করা হয়েছে। শর্মা জানিয়েছেন, রুটে রেল পরিসেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগবে।
যাত্রীদের সুবিধার জন্য গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে সহায়তা ডেস্ক চালু করা হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, যাত্রার আগে রেলওয়ের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ট্রেনের সময়সূচি ও বিশদ তথ্য যাচাই করে নিতে।