নিউজ ডেস্ক || আজ আগরতলার লেক চৌমুহনী বাজার পরিদর্শন করেছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এই পরিদর্শনের সময় তিনি বাজারে অবৈধভাবে নির্মিত অস্থায়ী দোকানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। পুর নিগমের তরফে পূর্বে এই দোকানগুলি ভেঙে দেওয়া হলেও, কিছু ব্যবসায়ী পুনরায় সরকারি জমির উপর অস্থায়ী দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মেয়র এই দোকানগুলি অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন, “নিয়ম না মেনে কিছু ব্যবসায়ী সরকারি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা করছেন। এ বিষয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এর ফলে ক্রেতা ও বিক্রেতারা সমস্যায় পড়ছেন।” তিনি জানান, এর আগেও এই বাজার পরিদর্শন করে অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কিছু ব্যবসায়ী তা মানছেন না। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, যারা এই নির্দেশ অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আরও জানান, পুর নিগমের তরফে লেক চৌমুহনী বাজারে একটি অস্থায়ী বাজার শেড নির্মাণ করা হবে, যেখানে প্রায় ১২৫-১৩০ জন ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন। তিনি বলেন, “যারা এই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন, তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে অস্থায়ী শেডে ব্যবসার সুযোগ করে দেওয়া হবে। স্থায়ী বাজার শেড নির্মাণ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী শেডেই ব্যবসা চলবে।”
মেয়র দীপক মজুমদার বাজারের ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “সকলের সহযোগিতায় আমরা এই বাজারকে আরও সুন্দর ও সংগঠিত করতে চাই।” এই পদক্ষেপের ফলে লেক চৌমুহনী বাজারের পরিবেশ উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।