নিউজ ডেস্ক || দুর্গাপুজোর আর মাত্র দু’মাস বাকি। এবার পুজো অনেকটাই এগিয়ে আসায় শহরের ঐতিহ্যবাহী ক্লাব শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা তড়িঘড়ি প্রস্তুতি শুরু করেছে। সোমবার খুঁটি পূজার মাধ্যমে তারা তাদের দুর্গাপুজার আনুষ্ঠানিক সূচনা করল। এ বছর তাদের প্যান্ডেলে ফুটে উঠবে মায়ানমারের বুদ্ধমন্দিরের অপরূপ সৌন্দর্য।
মন্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের খ্যাতনামা শিল্পী সঞ্জীব দেবনাথ। প্রতিমা তৈরির ভার নিয়েছেন একই এলাকার প্রখ্যাত প্রতিমা শিল্পী নাড়ুগোপাল দেবনাথ। ক্লাবের এক সদস্য জানান, এ বছর বাজেট বাড়ানো হয়নি। তবে থিমের অনন্যতা দিয়ে রাজ্যবাসীর মন জয় করতে বদ্ধপরিকর তারা।
শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা দুর্গাপুজার জন্য রাজ্যজুড়ে পরিচিত। তবে এ বছর তারা ক্রীড়াক্ষেত্রেও নজর কেড়েছে। সম্প্রতি ফুটবলে বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশনে উত্তীর্ণ হয়েছে তারা। আগামী বছর এ ডিভিশনে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এ বছর পুজোর বাজেট অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, মায়ানমারের বুদ্ধমন্দিরের থিম নিয়ে তৈরি এবারের প্যান্ডেল নিঃসন্দেহে দর্শকদের মুগ্ধ করবে।
এই পুজোর মাধ্যমে শান্তিপাড়ার ঐকতান আরও একবার ঐতিহ্য ও শিল্পের সমন্বয়ে রাজ্যবাসীর হৃদয়ে জায়গা করে নিতে প্রস্তুত।