এবারের শারদীয়া দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পূজা উদ্যোক্তাদের জন্য সাউন্ড সিস্টেমে লিমিটার মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সাউন্ড সিস্টেমের জন্য অনুমতি পেতে হলে ৭৫ ডেসিবেলের বেশি শব্দে সাউন্ড বক্স বাজানো যাবে না। এই নির্দেশনা মেনে চললেই কেবল ক্লাবগুলি প্রশাসনের কাছ থেকে সাউন্ড সিস্টেমের অনুমতি পাবে।
আজ পশ্চিম আগরতলা থানার উদ্যোগে আগরতলার যক্ষা নিবারণী হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় পূজা উদ্যোক্তা, বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থার প্রতিনিধি, পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এবং সদর এসডিপিও দেবপ্রসাদ রায় উপস্থিত ছিলেন।
সভায় সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, শারদোৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন তৎপর। এজন্য সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যাতে নিরাপদে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে নির্দিষ্ট শব্দসীমা মেনে চলতে হবে, এর বেশি শব্দে সাউন্ড বক্স বাজানোর অনুমতি দেওয়া হবে না।”
এই বৈঠকে উপস্থিত পূজা উদ্যোক্তারা প্রশাসনের এই নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব উৎসব পালনের লক্ষ্যে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই।