নিউজ ডেস্ক || ত্রিপুরায় চলমান রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষাপটে তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, এখন নিজেদের মধ্যে সংঘর্ষের সময় নয়, বরং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করার সময়। বিজেপি, তিপ্রা মথা, সিপিআইএম, কংগ্রেস—সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করে রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান জানান তিনি।
প্রদ্যোত বলেন, “নিজেদের মধ্যে সংঘর্ষ করে কোনো সমাধান সম্ভব নয়। রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো সমস্যা থাকলে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া উচিত। পারস্পরিক সংঘর্ষ কোনো সুরাহা আনবে না।” তিনি পার্শ্ববর্তী রাজ্যগুলির উদাহরণ টেনে বলেন, “মেঘালয়ে সিপিএম ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় না, কর্নাটকে কংগ্রেস ও বিজেপির মধ্যে এমন বিবাদ দেখা যায় না। কিন্তু ত্রিপুরায় এই ঘৃণ্য রাজনীতি চলছে।”
তিনি সমস্ত রাজনৈতিক কর্মী ও সমর্থকদের এই ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের স্বার্থে কাজ করার বার্তা দিয়ে প্রদ্যোত বলেন, “পার্টির আগে রাজ্য, ঐক্যই আমাদের শক্তি।” তাঁর এই আহ্বান ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।