নিউজ ডেস্ক || জাতীয় শিক্ষানীতির (NEP) পক্ষে সওয়াল করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তাঁর মতে, নতুন শিক্ষানীতি ভারতের শিক্ষা ব্যবস্থার ভারতীয়করণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সোমবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফড়নবিস বলেন, “ম্যাকলে আমাদের দেশকে দাসত্বের জন্য যে শিক্ষানীতি এনেছিলেন, সেটি যদি প্রতিস্থাপন করে ভারতীয়করণ করা হয়, তাহলে এতে কারও কোনও আপত্তি থাকা উচিত নয়। যে কোনও দেশপ্রেমিক এটিকে সমর্থন করবেন।”
তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “আমি মনে করি, সোনিয়া গান্ধীর নতুন শিক্ষানীতির বিষয়ে আরও জানা উচিত এবং ভারতীয় শিক্ষাব্যবস্থার ভারতীয়করণকে সমর্থন করা উচিত।”