দুই মাসের মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করতে রাজ্য সরকারকে আদালতের নির্দেশ
নিউজ ডেস্ক || শিলং বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে দীর্ঘদিনের বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেঘালয় হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে। আগামী দুই মাসের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করতে হবে বলে আদেশ দিয়েছে আদালত।
১৫ মে তারিখে প্রধান বিচারপতি আইপি মুখার্জি এবং বিচারপতি ডাব্লিউ দিয়েংডোহ-এর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করে। আদালতের নির্দেশে বলা হয়, “রাজ্য সরকারকে আনুষ্ঠানিকতা মেনে জমি দুই মাসের মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করতে হবে।”
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই মন্ত্রিসভার অনুমোদন পাওয়া যাবে। তবে আদালত এই অগ্রগতিকে সন্তোষজনক মনে করেনি। বেঞ্চ স্পষ্ট জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে আদালত বিশেষ কমিশনার বা অফিসার নিয়োগ করে ভূমি অধিগ্রহণ পরিচালনা করবে। আদালত আরও বলে, “কোনো বাধা বা সমস্যা থাকলে রাজ্য সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের কাছে আবেদন করে তা জানাতে হবে।”
এছাড়া, বিমান চলাচলের পথে থাকা গাছপালা বা অন্যান্য বাধা এবং DGCA-র উত্থাপিত কারিগরি সমস্যার সমাধানও একই সময়সীমার মধ্যে করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারকে বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভূমি অধিগ্রহণ শেষ হওয়ার পরই নির্মাণ কাজ শুরু হয়।
এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ জুলাই, ২০২৫। আদালত আশাবাদী যে, এই সময়ের মধ্যে শিলং বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে “গুরুত্বপূর্ণ অগ্রগতি” লক্ষ্য করা যাবে।