এবারের শীত হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে!
ত্রিপুরায় এবারের শীত যে শুধু আসছে তা নয়, আসছে রেকর্ড ভাঙার দাপট নিয়ে! আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসেই রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ৯ ধ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণত ডিসেম্বরে ত্রিপুরায় রাতের স্বাভাবিক তাপমাত্রা থাকে ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু এবার উত্তর-পশ্চিম থেকে আসা শুষ্ক ও হিমশীতল হাওয়ার কারণে তাপমাত্রার পারদ হু-হু করে নীচে নামছে। আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই উত্তর ত্রিপুরা, ধলাই, উনকোটি ও পশ্চিম ত্রিপুরা জেলায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হবে।
বিশেষ করে উঁচু এলাকা ধর্মনগর, কাঁচানপুর, আমরপুর, কমলপুরে তাপমাত্রা ৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। রাজধানী আগরতলাতেও রাতের তাপমাত্রা ১০-১১ ডিগ্রির নীচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, লা নিনার প্রভাবে এবার উত্তর-পূর্ব ভারত জুড়েই শীতের দাপট বেশি থাকবে। তাই ত্রিপুরাবাসীকে এখনই পর্যাপ্ত শীতবস্ত্রের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
তৈরি থাকুন, কারণ এবারের ডিসেম্বর ত্রিপুরায় হবে সত্যিকারের হিমেল ঠান্ডায় মোড়া!


