নিজস্ব প্রতিনিধি || আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বটতলায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করে এস ইউ সি আই (কমিউনিস্ট)। এই কর্মসূচিতে শ্রমিক দিবসের ঐতিহাসিক তাৎপর্য, শ্রমিক শ্রেণির চ্যালেঞ্জ এবং তাদের অধিকার রক্ষার বিষয়ে গভীর আলোচনা হয়।
অনুষ্ঠানে এস ইউ সি আই (সি)-র সদস্যরা উপস্থিত ছিলেন এবং একে একে বক্তব্য রাখেন। বক্তারা ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট আন্দোলনের কথা তুলে ধরে বলেন, এটি শ্রমিকদের আত্মত্যাগের প্রতীক, যা আজও শ্রমিক আন্দোলনের প্রেরণা। তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।
কর্মসূচিতে দলীয় সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। দলীয় সংগঠকরা জানান, শ্রমিকদের স্বার্থে জনজাগরণ ও আন্দোলনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই আয়োজন শ্রমিক দিবসের মর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শ্রমিক ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।