নিজস্ব প্রতিনিধি || কেন্দ্রীয় বাজেটে শ্রমিকদের জন্য কোনও সুযোগ-সুবিধা রাখা হয়নি—এই অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ দেখালো ভারতীয় মজদুর সংঘ। সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবিতে সারা দেশে জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়।
এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম জেলা কমিটির উদ্যোগেও বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে প্রতিনিধি দল জেলা শাসকের হাতে দাবি সনদ তুলে দেয়।
সংগঠনের এক নেতা জানান, এবারের কেন্দ্রীয় বাজেটে শ্রমিকদের স্বার্থ একেবারেই উপেক্ষিত। তাই তারা দাবিগুলি সরকারের সামনে তুলে ধরেছেন। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ বন্ধ করা এবং সরকারি সম্পত্তি বিক্রির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা।