নিউজ ডেস্ক || শ্রম কোড বাতিল, প্রকল্পভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে আগরতলার অফিস লেন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করল সিআইটিইউ অনুমোদিত বিভিন্ন সংগঠনের কর্মীরা।
আগরতলার অফিস লেনে বুধবার প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভে সামিল হন মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন, আশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। তারা সরকারের শ্রমবিরোধী নীতি ও প্রকল্পভিত্তিক কর্মীদের অস্থিরতার বিরুদ্ধে সরব হন। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকারের উদাসীনতার কারণে কর্মীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিক্ষোভস্থলে সংগঠনের সদস্য পাঁচালী ভট্টাচার্য বলেন, “শ্রম কোড বাতিল, ন্যূনতম মজুরি নির্ধারণ, সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, ইএমআই ও গ্র্যাচুয়িটি সুবিধা নিশ্চিত করতে হবে। প্রকল্প কর্মীদের জন্য সার্ভিস রুল প্রণয়ন ও অতিরিক্ত কাজের চাপ বন্ধও জরুরি।” তিনি জানান, আগামী কেন্দ্রীয় বাজেট থেকে প্রত্যাশা থাকায় কর্মীদের মধ্যে নতুন করে আন্দোলনের জোর দেখা যাচ্ছে।
কর্মসূচিতে শতাধিক মিড ডে মিল কর্মী, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী অংশ নেন। তারা জানান, প্রকল্পভিত্তিক কর্মীদের উপর বাড়তি কাজের চাপ ও মাসিক বেতন অনিয়ম তাদের জীবিকা অনিশ্চিত করে তুলছে।
সংগঠনের নেতৃবৃন্দ সতর্ক করেছেন যে দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আসন্ন বাজেট কর্মীদের দীর্ঘদিনের দাবির দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে কি না, এখন সেদিকেই নজর শ্রমিক সংগঠনগুলোর।


