নিউজ ডেস্ক || শ্রাবণ মাসের শেষ সোমবারে রাজধানী আগরতলায় শিবভক্তদের ভক্তিময় উৎসাহে মুখরিত হয়ে উঠেছে শিব মন্দিরগুলি। ভোলানাথের আরাধনায় রাত জেগে হাওড়া নদী থেকে পবিত্র জল এনে শিবের মাথায় ঢেলে বিশেষ পূজার্চনায় মগ্ন হয়েছেন ভক্তরা।
শ্রাবণ মাস শিবের প্রিয় মাস হিসেবে পরিচিত, আর সোমবার শিবপূজার জন্য শুভ দিন হিসেবে বিবেচিত। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, শ্রাবণের শেষ সোমবারে শিবের আরাধনা করলে বছরের সকল সোমবারের পূজার সমান পুণ্য লাভ হয়। এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে রবিবার রাত থেকেই ভক্তরা পায়ে হেঁটে হাওড়া নদীর তীরে গিয়ে জল সংগ্রহ করেছেন। গোটা রাত জুড়ে রাজধানীর রাস্তায় শিবভক্তদের ঢল নেমেছে, যারা ভোলানাথের নাম জপ করতে করতে পূজার্চনায় অংশ নিয়েছেন।
আগরতলার বিভিন্ন শিব মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। শিবলিঙ্গে জল ঢেলে পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় ভক্তরা পূজা-অর্চনায় মগ্ন হয়েছেন। শ্রাবণের এই শেষ সোমবারে শিবভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা ও ভক্তির জোয়ার দেখা গেছে, যা আগরতলার ধর্মীয় পরিমণ্ডলকে আরও উজ্জ্বল করে তুলেছে।


