নিউজ ডেস্ক || শ্রীভূমি জেলায় আগামী ২ মে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। এই উপলক্ষে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এক আদেশনামার মাধ্যমে ওই দিন এন আই অ্যাক্টের আওতায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আদেশ অনুযায়ী, ভোটগ্রহণের দিন শ্রীভূমি জেলার নির্বাচনী এলাকায় অবস্থিত সমস্ত সরকারি ও বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং চা-বাগানসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ছুটির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
