এক ফোঁটা রক্ত, একটি প্রাণের আলো
নিউজ ডেস্ক || শ্রীশ্রী কৈবল্যনাথের স্বরূপ চতুর্থ বিদেহী মোহন্ত মহারাজ শ্রদ্ধেয় ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান বার্ষিকী স্মরণে বনমালীপুরস্থিত শ্রীশ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহৎ উদ্যোগের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, “রক্তদান এক মহৎ সামাজিক দায়িত্ব। এক ফোঁটা রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে। যুব সমাজ যদি এগিয়ে আসে, তাহলে রাজ্যে রক্তের ঘাটতি আর থাকবে না।” তিনি সমাজের যুবকদের স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণের আহ্বান জানান।
এই রক্তদান শিবির ঘিরে এলাকায় এক বিশেষ সামাজিক আবহ সৃষ্টি হয়। আয়োজক সংস্থা শ্রীশ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই উৎসব স্থানীয়দের মধ্যে সামাজিক সচেতনতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।