বিশ্রামগঞ্জে সংবিধান হত্যা দিবস পালন: জরুরি অবস্থার ৫০তম বছরে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি || সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কমিউনিটি হলে জরুরি অবস্থার ৫০তম বছর উপলক্ষে সংবিধান হত্যা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে ১৯৭৫ সালে কংগ্রেস সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার অন্ধকার অধ্যায় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী, জেলা উত্তরাংশের বিজেপি সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুব্রত চক্রবর্তী তাঁর বক্তৃতায় জরুরি অবস্থার সময়ে সংবিধানের উপর হওয়া আঘাত এবং গণতন্ত্রের অপমানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, “এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে গণতন্ত্র ও সংবিধানের মর্যাদা রক্ষায় আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং যুবশক্তির উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। তরুণ প্রজন্মকে জরুরি অবস্থার ইতিহাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আলোচনায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের গুরুত্বের উপর জোর দেওয়া হয়।
সিপাহীজলা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানটি জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়কে পুনরুদ্ধার করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করার প্রয়াস হিসেবে বিবেচিত হয়েছে।