নিউজ ডেস্ক || শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সংসদ ভবন প্রাঙ্গণে ‘স্টপ এসআইআর–স্টপ ভোট চুরি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বেদ্রাসহ একাধিক বিরোধী নেতা এসআইআর (স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট) বাতিল ও ব্যাপক নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান।
মাকার দ্বারের সামনে বিশাল ব্যানার-পোস্টার নিয়ে বিরোধীদের প্রতিবাদে যোগ দেন ডিএমকে নেত্রী কে কানিমোঝি, তৃণমূল কংগ্রেস নেতা টি আর বালু প্রমুখ। লোকসভায় একাধিকবার অধিবেশন মুলতুবি হয়, রাজ্যসভায় বিরোধীরা এসআইআর নিয়ে আলোচনার দাবিতে ওয়াকআউট করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের বলেন, “বিরোধীরা সংসদকে নির্বাচন প্রস্তুতির মঞ্চ বা পরাজয়ের হতাশা প্রকাশের জায়গা বানিয়েছে। রাজনীতিতে ইতিবাচকতা আনুন।” সরকার জানিয়েছে, তারা আলোচনার বিপক্ষে নয়, তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।
এই বিক্ষোভ অধিবেশনের পুরো সময়কাল জুড়ে উত্তেজনা বজায় রাখতে পারে এবং নির্বাচনী সংস্কার নিয়ে জাতীয় বিতর্ককে নতুন মাত্রা দিতে পারে।


