নিউজ ডেস্ক || পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় তহবিল বন্ধের অভিযোগ তুলে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের মনরেগা তহবিল বন্ধ করে দিয়েছে। এই বিক্ষোভে স্বল্প সময়ের জন্য যোগ দেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ চৌহানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “শিবরাজ চৌহান বাঙালি জনগণের বিরুদ্ধে। তিনি ধনীদের জন্য একজন ‘দালাল’। মধ্যপ্রদেশের দরিদ্রদের জন্যও তিনি কখনও কাজ করেননি।” বিক্ষোভে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, জুন মালিয়া, সায়নী ঘোষ প্রমুখ।
তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় তহবিল অবিলম্বে মুক্তি দেওয়া হোক।