আগরতলা প্রতিনিধি || আগরতলা পুর নিগম এলাকায় মশার উপদ্রব নির্মূল সহ একাধিক দাবিতে সদর জেলা কংগ্রেস আজ রাজপথে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।
সদর জেলা কংগ্রেসের এক কর্মী জানান, পুর নিগমবাসীর বিভিন্ন সমস্যার সমাধানে কংগ্রেস আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তাঁর অভিযোগ, কর প্রদান করেও নাগরিকরা সঠিক পরিষেবা পাচ্ছেন না। শহরে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে তিনি আবর্জনা সাফাই ও জল নিষ্কাশনের অবনতির কথা উল্লেখ করেন।
কংগ্রেসের দাবিগুলির মধ্যে রয়েছে মশার উপদ্রব নির্মূল, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা, বছরে ২০০ দিন টুয়েটের কাজ এবং মজুরি বৃদ্ধি। এই দাবিগুলি পূরণের জন্য কংগ্রেস পুর নিগমের কাছে জোরালো আবেদন জানিয়েছে।