নিউজ ডেস্ক || শনিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় তৃতীয়বারের জন্য অনুষ্ঠিত হলো ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক ২০২৫। উমাকান্ত স্কুল থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের সমতা ও সম্মানের বার্তা ছড়িয়ে দিয়েছে। “স্বাভিমান” নামে একটি স্থানীয় এলজিবিটিকিউ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রাইড ওয়াক সমাজে কুসংস্কার ও বৈষম্য দূর করে সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পথে নেমেছে।
২০২২ সালের সেপ্টেম্বরে আগরতলায় প্রথম কুইয়ার প্রাইড ওয়াকের আয়োজন করা হয়েছিল। এবারের শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রঙিন পতাকা, ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাদের অধিকার ও পরিচয়ের প্রতি গর্ব প্রকাশ করেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজে এলজিবিটি সম্প্রদায়ের প্রতি বিরাজমান কুসংস্কার ভেঙে সম্মান ও স্বীকৃতির পরিবেশ গড়ে তোলা।
শোভাযাত্রায় অংশ নেওয়া একজন নাগরিক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে বাঁচার অধিকার আমাদের সকলের আছে। আমি যেমন, তেমনভাবেই আমাকে গ্রহণ করা হোক। কোনো জোরজবরদস্তি বা বাধ্যবাধকতা নয়, আমরা সকলের মতোই স্বাধীনভাবে বাঁচতে চাই।” তিনি আরও জানান, “ভারতীয় সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। তবুও কেন আমরা বঞ্চিত হবো? ত্রিপুরায় অনেকেই সামাজিক ও পারিবারিক চাপে নিজেদের পরিচয় প্রকাশ করতে ভয় পান। এই অন্যায় আমাদের মেনে নেওয়া উচিত নয়।”
এই শোভাযাত্রা কেবল একটি উৎসব নয়, বরং এটি এলজিবিটি সম্প্রদায়ের অধিকার ও স্বাভিমানের প্রতীক। আয়োজকরা জানিয়েছেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে তারা সমাজে সচেতনতা বাড়াতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক ২০২৫ এই বার্তাই পুনরায় স্থাপন করল যে, প্রত্যেকেরই নিজের পরিচয়ে গর্ব করার এবং সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে।