নিউজ ডেস্ক || সম্প্রসারণবাদের পরিবর্তে উন্নয়নের নীতিতেই জোর ভারত ও নিউজিল্যান্ডের। সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের সঙ্গে বৈঠকের পর মোদী বলেন, “আমরা উভয়ই মুক্ত, উন্মুক্ত, সুরক্ষিত এবং সমৃদ্ধ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সমর্থন করি। সম্প্রসারণবাদ নয়, উন্নয়নের নীতিতেই আমাদের বিশ্বাস।”
বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি বিনিময় হয়েছে। সেই সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হয়। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করব। ২০১৯ সালের ক্রাইস্টচার্চ হামলা হোক বা ২৬/১১ মুম্বই হামলা—সন্ত্রাসবাদ কখনওই গ্রহণযোগ্য নয়। আমরা সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।”
ভারত-বিরোধী কার্যকলাপ নিয়ে নিউজিল্যান্ডের উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মোদী আশাবাদী, নিউজিল্যান্ড সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এই উচ্চপর্যায়ের বৈঠকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তি বিনিময় ও শিক্ষা ক্ষেত্রেও সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই প্রধানমন্ত্রী।