বিধানসভায় অর্থমন্ত্রীর ঘোষণা: সরকারি কর্মচারীদের জন্য একাধিক সুবিধার প্রতিশ্রুতি
নিউজ ডেস্ক || মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের একটি তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের ব্যবধান কমানোর জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
করোনাকালীন পরিস্থিতিতেও রাজ্য সরকার কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআর ঘোষণা করেছিল, যেখানে অন্যান্য কিছু রাজ্য এই সুবিধা প্রদানে ব্যর্থ হয়েছিল। এছাড়াও, করোনার সময় কর্মচারীদের জন্য ক্যাশ ইন লিউ অফ এফটিসি চালু করা হয়।
অর্থমন্ত্রী আরও জানান, পূর্বে ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণের কোনো নীতি ছিল না, ফলে অনেকে ৮-১০ বছর চাকরি করেও ফিক্সড পে-তে থেকে যেতেন। বর্তমান সরকার এই নীতি সংশোধন করে একাধিক পদে পাঁচ বছর একটানা চাকরির পর কর্মচারীদের নিয়মিত করার ব্যবস্থা করেছে। এছাড়া, আইনি জটিলতার কারণে সুবিধা থেকে বঞ্ছিত কর্মচারীদের জন্য এডহক প্রমোশন পলিসি চালু করা হয়েছে, যার মাধ্যমে অনেক কর্মচারী উপকৃত হয়েছেন। নিয়মিত পদোন্নতির জন্যও সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এছাড়া, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা সরকারি কর্মচারীদের জন্য নিশ্চিত করতে নীতি প্রণয়নের কাজ চলছে। টিএসআর জওয়ানদের অবসরের বয়স ৫৮ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে। টিএসআর ও পুলিশের জন্য রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে। হোমগার্ডদের মাসিক পেনশন ৭৫০ টাকা থেকে তিনগুণ বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। ফেস্টিভ্যাল অ্যাডভান্স ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং ফেস্টিভ্যাল গ্রান্ট ২০১৮ সালের তুলনায় তিনগুণ বাড়ানো হয়েছে।
অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, রাজ্য সরকার ডিএ-এর ব্যবধান কমানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কর্মচারীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।