নিজস্ব প্রতিনিধি || সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে আয়োজিত তিনদিনব্যাপী জেলা সরস মেলা কলঙ্কিত হলো খাবারের স্টল বন্টনকে কেন্দ্র করে। ‘চলো দিদিরা সবাই, আত্মনির্ভর ত্রিপুরা বানাই’ স্লোগানে মেলা আয়োজন করা হলেও, বাস্তবে স্বনির্ভর দিদিদের খাবারের স্টল বন্টনে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
সরকারি উদ্যোগে মহিলাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্য থাকলেও, অভিযোগ উঠেছে, বাস্তবে ব্যবসায়ীদের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যা স্বনির্ভর দলের সদস্যদের প্রতি অবিচার। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ফ্লেক্স, ফেস্টুন ও সাজসজ্জায় জৌলুস আনলেও, মেলায় দর্শনার্থীর অভাব স্পষ্ট।
স্থানীয়দের অভিযোগ, প্রচারের অভাবে জেলার জনগণ মেলা সম্পর্কে অবগত হননি, ফলে লোকসমাগমের ঘাটতি তৈরি হয়েছে। উদ্যোক্তারা জেলা ভিত্তিক এই মেলার সার্থকতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তুলেছেন স্বনির্ভর দিদিরা।