নিউজ ডেস্ক || মাত্র ৪৮ ঘণ্টা আগে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। লন্ডনপ্রবাসী ২৬ বছর বয়সি ভাবিক, যিনি বিয়ের জন্য ১০ দিনের ছুটিতে বাংলাদেশে ফিরেছিলেন, তাঁর জীবনের স্বপ্ন অকালে শেষ হয়ে গেল আকাশপথে। গত ১০ জুন তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের মাত্র দুই দিন পর, ১২ জুন, লন্ডন ফিরে যাওয়ার জন্য তিনি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ওঠেন। সিট নম্বর ছিল ২৬এফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! এই বিমানটিই হয়ে ওঠে অভিশপ্ত। দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি, আর চিরতরে হারিয়ে যান এই নববধূ।
লন্ডনে তাঁর নতুন জীবন শুরুর স্বপ্ন, পরিবারের সঙ্গে কাটানো মধুর মুহূর্ত—সবকিছুই মুহূর্তে ধূলিসাৎ। পরিবারের শোকের মধ্যে এখন শুধুই প্রশ্ন, কেন এমন হল? এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে, কিন্তু ভাবিকের ফিরে আসার পথ আর নেই।