সিক্কিমের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী মোদীর উন্নয়নের ডাক, উত্তর-পূর্ব ভারতের প্রগতির নতুন অধ্যায়
নিউজ ডেস্ক || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিক্কিমের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দিয়ে বলেন, উত্তর-পূর্ব ভারতের প্রতিটি রাজ্য, বিশেষ করে সিক্কিম, দেশের প্রগতির এক উজ্জ্বল অধ্যায় রচনা করছে। তিনি জানান, কেন্দ্র সরকার সিক্কিমের সর্বাঙ্গীণ উন্নয়নে পূর্ণ সহযোগিতা করছে এবং রাজ্যটিকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, শেওক-রংপো রেললাইন প্রকল্প সিক্কিমকে দেশের রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে। গত এক দশকে রাজ্যে প্রায় ৪০০ কিলোমিটার নতুন জাতীয় সড়ক এবং গ্রামীণ এলাকায় ১০০ কিলোমিটারের বেশি নতুন রাস্তা নির্মিত হয়েছে। ‘অটল সেতু’র মাধ্যমে সিক্কিম ও দার্জিলিঙের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৪ সালে গৃহীত ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতি দেশের প্রতিটি রাজ্য ও অঞ্চলের সমান গুরুত্ব নিশ্চিত করছে। পূর্বোত্তর ভারতের উন্নয়নে ‘অ্যাক্ট ইস্ট’ ও ‘অ্যাক্ট ফাস্ট’ নীতির বাস্তবায়ন চলছে। সিক্কিমকে একটি পুরোপুরি জৈব (অর্গানিক) রাজ্য হিসেবে প্রশংসা করে তিনি বলেন, আগামী ২৫ বছরে সিক্কিমকে ‘বিশ্বের সবুজ রাজ্য’-এর মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা উচিত।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারত ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠবে, এবং এতে সিক্কিমের তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। স্থানীয় পণ্যের রপ্তানি বাড়াতেও কেন্দ্র সরকার পূর্ণ সমর্থন দেবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিক্কিমে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে নামচি জেলায় ৭৫০ কোটি টাকার ৫০০ শয্যার জেলা হাসপাতাল এবং গায়ালশিংয়ে সাংগাচোলিং রোপওয়ে প্রকল্প। খারাপ আবহাওয়ার কারণে গ্যাংটকে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তিনি বাগডোগরা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নেন।
প্রধানমন্ত্রী এদিন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও কুচবিহারে নগর গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া, তিনি বিহারের পাটনা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন এবং আগামীকাল কারাকাটে ৪৮,৫২০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উত্তর প্রদেশের কানপুরে ২০,৯০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভাও রয়েছে তাঁর কর্মসূচিতে।
সিক্কিমের সুবর্ণজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের নতুন যুগের সূচনা হল।