টাকারজলায় শুঁটকি ব্যবসায়ীর উপর হামলা, ছিনতাইয়ের চেষ্টা: এক দুষ্কৃতী গ্রেফতার
নিউজ ডেস্ক || সিপাহিজলা জেলার টাকারজলায় শুক্রবার রাতে এক শুঁটকি ব্যবসায়ীর উপর হামলা ও ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা আগে বিশালগড়ে গোষ্ঠী সংঘর্ষে একজনের মৃত্যুর রেশ না কাটতেই এই ঘটনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
শুঁটকি ব্যবসায়ী সুকু দেববর্মা টাকারজলা বাজার থেকে দোকানদারি সেরে তার ইকো গাড়িতে করে জম্পুইজলার উদ্দেশ্যে রওনা হন। টাকারজলা চৌমুহনি পার হতেই তিনি দেখেন, তিন যুবক স্কুটি নিয়ে রাস্তার মাঝে পড়ে আছে। তাদের সাহায্যের জন্য গাড়ি থেকে নামতেই দুষ্কৃতীরা তাকে মারধোর শুরু করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। সুকু দেববর্মার অভিযোগ, ছিনতাইবাজরা ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনার নাটক করে রাস্তায় পড়েছিল।
এলাকাবাসীর হস্তক্ষেপে দুষ্কৃতীদের মধ্যে আশিস দেববর্মা নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে বাকি দুই যুবক স্কুটি নিয়ে পালিয়ে যায়। এদিকে, টাকারজলা থানার এক সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আটক যুবককে বাঁচাতে হুমকি দিয়েছেন।
এই ঘটনা সিপাহিজলা জেলায় অপরাধ বৃদ্ধির প্রবণতা এবং পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।