নিউজ ডেস্ক || ত্রিপুরা রাজ্যের মধ্যে দুর্ঘটনার ক্ষেত্রে শীর্ষে রয়েছে, এবং এই জেলার মধ্যে বিশালগড় মহকুমা প্রথম স্থানে। এই ক্রমবর্ধমান দুর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্যে সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন রবিবার (১৫ জুন, ২০২৫) দুপুরে বিশালগড় ব্রিজ চৌমুহনীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে হেলমেটবিহীন মোটরবাইক চালকদের জরিমানা করা হয় এবং যানবাহনের সমস্ত কাগজপত্র যথাযথ আছে কিনা তা খতিয়ে দেখা হয়। এছাড়াও, দ্রুতগতিতে বাইক চালানোর জন্য চালকদের জরিমানা করা হয়।
এদিনের অভিযানে নেতৃত্ব দেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজিব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত, বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ ট্রাফিক ইউনিটের সমস্ত কর্মীরা। এই বিশেষ অভিযানে কয়েক মিনিটের মধ্যে প্রায় ৫০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।
জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায় এবং নিরাপদ ড্রাইভিংয়ের প্রতি সচেতনতা বৃদ্ধি পায়।