নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা মঙ্গলবার সিপাহীজলা জেলায় ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সোনামুড়ায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পগুলি উদ্বোধিত হয়েছে, যার মধ্যে সোনামুড়া মহকুমা শাসক অফিসের নতুন ভবনও রয়েছে। এই উদ্যোগগুলি রাজ্যের অবকাঠামো উন্নয়নের অংশ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ‘নতুন ত্রিপুরা’ নির্মাণ। ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়নমূলক অবকাঠামোর জন্য ৭ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। তিনি আরও বলেন, দিল্লি সফরে রাজ্যে বিনিয়োগের জন্য ১৫ হাজার কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক মন্তব্যে তিনি সিপিআইএম-কে নিশানা করে বলেন, “সিপিআইএম-এর জন্য চাকরি গিয়েছে ১০,৩২৩-এর। এখন ১০,৩২৩-এর জন্য অরণ্যে রোদন করছে সিপিআইএম। সিপিআইএম-এর সহযোগী হল কংগ্রেস! কংগ্রেসের একজন চাকরি খেয়েছে ১০,৩২৩-এর।”
সোনামুড়া মহকুমা শাসক অফিসের নতুন দ্বিতল ভবনটি গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত। পুরানো সংশোধনাগারের জমিতে এটি গড়ে উঠেছে, যার কাজ শুরু হয়েছে দু’বছরেরও বেশি সময় আগে। ভবনে ৩৮টি কক্ষ ও একটি কনফারেন্স হল রয়েছে, যা মহকুমার দূরবর্তী এলাকার মানুষদের জন্য সব পরিষেবা এক ছাদের তলায় সুলভ করবে।
এই প্রকল্পগুলি রাজ্যের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করবে। ভবিষ্যতে এমন আরও উদ্যোগের মাধ্যমে ত্রিপুরা ‘নতুন ত্রিপুরা’র লক্ষ্যে এগিয়ে যাবে, যা স্থানীয় কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।


