নিউজ ডেস্ক || ত্রিপুরার বিলোনিয়া থানার আমজাদ নগর সীমান্তে বৃহস্পতিবার গভীর রাতে পাচার বাণিজ্য রুখতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভারতীয় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, রাত প্রায় ১১টার দিকে বিএসএফ-এর ৪৩ নম্বর ব্যাটালিয়নের ই কোম্পানির জওয়ানরা সীমান্ত পিলার ২১৬৪/১৩-এস-এর কাছে টহল দেওয়ার সময় একদল ব্যক্তিকে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে পাচার সামগ্রী নিয়ে প্রবেশ করতে দেখেন। চ্যালেঞ্জ করা হলে পাচারকারীরা ইট-পাথর ছুঁড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে বিএসএফের উপর আক্রমণ চালায়। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালালে তিন বাংলাদেশি গুরুতর আহত হন।
আহতদের মধ্যে লিটন গাজি (৩২), বাংলাদেশের পরশুরাম থানার বাসপদুয়া এলাকার বাসিন্দা, বিলোনিয়া হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। মো. মিল্লাত (২১), একই এলাকার বাসিন্দা, ফেনী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তৃতীয় ব্যক্তি মো. আফসার (৩২) চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে বিএসএফ ১৫ হাজার পাতা নিষিদ্ধ যৌনবর্দ্ধক ট্যাবলেট ও কয়েক কেজি গাঁজা উদ্ধার করেছে।
বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে, এবং বিজিবি প্রতিবাদলিপি পাঠিয়েছে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, “পাচার বাণিজ্যের কারণে তারা সীমান্ত অতিক্রম করেছিল। বিএসএফের গুলি চালানো অনাকাঙ্ক্ষিত।”
বিএসএফ সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকের পর মৃতদেহ বিজিবির হাতে হস্তান্তর করা হবে। সীমান্তে উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত শুরু হয়েছে, এবং সীমান্তে টহলদারি জোরদার করা হয়েছে।