ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি পারাপারের অভিযোগে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ
নিজস্ব প্রতিনিধি || ভারত-বাংলাদেশ সীমান্তের কৈয়াডেপা এলাকায় তারকাটা বেড়া ডিঙিয়ে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আটককৃত যুবকের নাম নির্মল বিশ্বাস (喧
ঘটনার বিবরণে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মালদা এলাকার বাসিন্দা নির্মল বিশ্বাস (৩৮), পিতা হিমাংশু বিশ্বাস, শুক্রবার মধুপুর থানার অন্তর্গত কমলাসাগর বিধানসভার কৈয়াডেপা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিএসএফ তাকে আটকের পর বেধড়ক প্রহার করে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে তাকে মধুপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মধুপুর থানা পুলিশ নির্মল বিশ্বাসের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। জানা গেছে, তিনি আগরতলার উদ্দেশ্যে আসছিলেন। তবে পুলিশের ধারণা, তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। শনিবার পুলিশ তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে।
এই ঘটনা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সতর্ক থাকা সত্ত্বেও কীভাবে বাংলাদেশি নাগরিকরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে, তা নিয়ে স্থানীয় মহলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।