নিউজ ডেস্ক || গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি নাগরিক (মহিলা) এবং দুজন ভারতীয় দালালকে (পুরুষ) গ্রেফতার করা হয়েছে। এই তিনজন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং বাইরের রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে এসেছিল বলে জানা গেছে।
আগরতলা জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ), আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স), বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে এই গ্রেফতারি সম্পন্ন হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা হায়দরাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল।
বর্তমানে আগরতলা জিআরপি থানার পুলিশ অফিসারের নেতৃত্বে একটি টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।
এ ঘটনায় আগরতলা জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আজ মহামান্য আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই ঘটনা অবৈধ সীমানা অতিক্রম এবং মানব পাচারের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর সতর্কতার আরেকটি উদাহরণ। তদন্তের অগ্রগতির দিকে সবার নজর রয়েছে।