নিউজ ডেস্ক || রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ রাজ্যস্তরীয় “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এই অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়, যা ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন, যা আজ দেশব্যাপী একটি গণআন্দোলনে পরিণত হয়েছে। তিনি আগরতলা পুরনিগমের (AMC) প্রশংসা করে উল্লেখ করেন, আবর্জনা অপসারণ, ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্নতা রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শুধু চারপাশ পরিচ্ছন্ন রাখলেই চলবে না, আমাদের মন ও অন্তরও পরিশুদ্ধ করতে হবে। তবেই একটি পরিচ্ছন্ন সমাজ ও রাজ্য গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সচিব ব্রিজেস পান্ডে, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং এবং স্বচ্ছ ভারত মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপা কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই কর্মসূচির মাধ্যমে ত্রিপুরায় স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।