নিউজ ডেস্ক || ভারতের ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিপিআইএম-এর রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই উপলক্ষে পতাকা উত্তোলন করেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আজ আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করছি, যাঁরা দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছিলেন। গত ৭৭ বছরে গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় ভারত গঠনের লক্ষ্যে আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু এখনও সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি।”
জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, “আমাদের পূর্বপুরুষরা যে আশা ও স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তা পূরণের জন্য এখনও অনেক লড়াই বাকি রয়েছে। আগামী দিনে আমাদের আরও কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করতে হবে।” তিনি দলীয় কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।
এই অনুষ্ঠানে সিপিআইএম-এর রাজ্য নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।