আসাম-অরুণাচল সীমান্তে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, উলফা-এনএসসিএন-এর ষড়যন্ত্র বানচাল
নিউজ ডেস্ক || ৭৯তম স্বাধীনতা দিবসের একদিন আগে আসাম-অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী ফিনবিরু গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হয়েছে। আসাম রাইফেলসের এই অভিযান মার্ঘেরিটার টিপঙ এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত ফিনবিরু গ্রামে সফলভাবে পরিচালিত হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৮টি রেডিও সেট, ৪টি রেডিও চার্জার, বোমা তৈরির জন্য ৬টি ইলেকট্রিক তার, একটি হ্যান্ডমেড পিস্তল, ৫৯টি ডিটোনেটর, ৬টি প্রাইমার, ২টি বোমা ফিউজ এবং ৬০ রাউন্ড তাজা গুলি। নিরাপত্তা সংস্থার অনুমান, এই অস্ত্রভাণ্ডার উলফা (ইন্ডিপেনডেন্ট) বা এনএসসিএন জঙ্গি গোষ্ঠীর হতে পারে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষে বড় ধরনের নাশকতামূলক হামলার পরিকল্পনার জন্য এই বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত সামগ্রী বর্তমানে আসাম পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই অভিযানের ফলে সম্ভাব্য সন্ত্রাসী হামলার একটি বড় ছক বানচাল করা সম্ভব হয়েছে।
নিরাপত্তা বাহিনীর এই সাফল্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তদন্ত এখনও চলমান রয়েছে, এবং জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িতদের ধরতে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।