নিউজ ডেস্ক || স্মার্ট মিটার, বিদ্যুৎ মাশুল এবং জলের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে উত্তাল হল ত্রিপুরার রাজধানী আগরতলা। শনিবার সিপিআইএমের উদ্যোগে মেলার মাঠে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে একটি সভায় মিলিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সদর জেলা সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অমল চক্রবর্তী বলেন, “বিজেপি জোট সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্মার্ট মিটারের নামে গরিব মানুষকে চরম ভোগান্তির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের পকেটে ভারী চাপ সৃষ্টি করছে।” তিনি আরও অভিযোগ করেন, জনগণকে পূর্ব ঘোষণা ছাড়াই এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হয়েছে।
চক্রবর্তী বিজেপি সরকারের আমলে রাজ্যে আইনের শাসনের অভাব, বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা এবং নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির কথাও তুলে ধরেন। তিনি বলেন, “এই সরকার জনগণের আয়ের উৎস না বাড়িয়ে বারবার জনবিরোধী নীতি চাপিয়ে দিচ্ছে।”
সিপিআইএমের এই বিক্ষোভের মাধ্যমে স্মার্ট মিটার ও বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবি আরও জোরালো হল। দলটি জানিয়েছে, জনগণের স্বার্থে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।