নিউজ ডেস্ক || আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণ কাজে বাধা দিলে কঠোর আইনি ব্যবস্থা নেবে সরকার—এই স্পষ্ট সতর্কতা জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। কোনো আপোষ ছাড়াই প্রকল্পের কাজ ত্বরান্বিত করার প্রতিজ্ঞা ব্যক্ত করে তিনি বলেন, শহরকে আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে জনগণের সহযোগিতা অপরিহার্য।
শুক্রবার আশ্রম চৌমুনি এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের চলমান ড্রেন নির্মাণ কাজের বাধাগ্রস্ত স্থানগুলো পরিদর্শনের সময় মেয়র মজুমদার সাংবাদিকদের উদ্দেশে বলেন, “উন্নয়ন কাজে যেকোনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ বিষয়ে কারো সঙ্গে কোনো আপোষ করা হবে না।” তিনি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতির খতিয়ে দেখেন এবং কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।
প্রকল্পের অধীনে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার কারণে কাজ ব্যাহত হচ্ছে, যা শহরের উন্নয়নকে প্রভাবিত করছে। মেয়র জানান, “শহরকে উন্নতির পথে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে, এমনকি আইনগত পথেও।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সহযোগিতায় আগরতলা একটি আধুনিক শহরে পরিণত হবে। আগামী ৭-৮ মাসের মধ্যে রাজধানীর চলমান সংস্কার কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও তিনি ঘোষণা করেন।
পুর নিগমের এই দৃঢ় অবস্থান শহরবাসীদের মধ্যে আশার সঞ্চার করেছে। স্মার্ট সিটি প্রকল্পের সফলতা নিশ্চিত করতে সকলে সচেতন হোন—এই আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।


