নিউজ ডেস্ক || ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম থানার উদ্যোগে একটি জমকালো বাইক র্যালির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ, সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি, পশ্চিম মহিলা থানার ওসি সহ অন্যান্য মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার নমিত পাঠক বলেন, “সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি উদযাপন করা হবে।
নমিত পাঠক আরও বলেন, “৭৯ বছর আগে দেশ স্বাধীন হলেও সমাজে এখনো নানা সমস্যা রয়ে গেছে। এই সমস্যাগুলো নিরসনে পুলিশ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।” এই র্যালির মাধ্যমে স্বাধীনতার চেতনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে।
এই উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন এবং স্বাধীনতা দিবসের এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।