নিজস্ব প্রতিনিধি || ১লা বৈশাখকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও রাজধানীর শকুন্তলা রোড এলাকায় শুরু হয়েছে চৈত্র মেলা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত। শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী এবং শিশুর উদ্যান সংলগ্ন এলাকায় বসা এই মেলা দুপুর থেকেই জমে উঠেছে।
দোকানিরা নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন, যেখানে পোশাক, গয়না থেকে শুরু করে বাড়ির নিত্য ব্যবহারের পণ্য পাওয়া যাচ্ছে। প্রতি মুহূর্তে ক্রেতাদের ভিড় বাড়ছে, আর মেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বৈশাখের আগমনী উপলক্ষে এই মেলায় প্রতিবছরই প্রচুর মানুষের সমাগম হয়। পরিবার-পরিজন নিয়ে আসা ক্রেতারা এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে নিয়ে যান।
মেলায় পসরা সাজিয়ে বসা ব্যবসায়ীরা বলছেন, “প্রতিবছরের মতো এবারও চৈত্র মেলা সফলভাবে পরিচালনার জন্য আমরা চেষ্টা করছি। নিরাপত্তা ও সুশৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাব।” বৈশাখের এই ঐতিহ্যবাহী মেলা স্থানীয় বাসিন্দাদের কাছে কেনাকাটার পাশাপাশি উৎসবের একটি বড় অংশ হয়ে উঠেছে।