নিউজ ডেস্ক || সম্প্রতি সরকারি চিকিৎসক পদে নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে মাত্র ১৪ নম্বর পাওয়া প্রার্থীদের নিয়োগের ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, দীর্ঘদিন পর চিকিৎসা খাতে ডাক্তার নিয়োগের উদ্যোগ স্বাগতযোগ্য হলেও, প্রার্থীদের গুণগত মানের বিষয়ে উদাসীনতা গ্রহণযোগ্য নয়।
মানিক সরকার আরও জানান, একজন চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা জ্ঞান ও সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, “১০০-তে ১৪ নম্বর পাওয়া প্রার্থীদের হাতে রোগীদের জীবন তুলে দেওয়া বিপজ্জনক হতে পারে। এর ফলে রোগীর সমস্যা আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।” তিনি সরকারের কাছে নিয়োগ নীতি সংশোধন করে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও যোগ্যতার মান নিয়ে প্রশ্ন উঠছে। স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে।