নিউজ ডেস্ক || অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৩২৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন। এই বাজেটে ৪২৯.৫৬ কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে। মূলধন ব্যয় ৭.৯০৩ কোটি টাকা বলে অনুমান করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৯.১৪% বেশি। রাজ্যের নিজস্ব কর রাজস্ব ৪০১০ কোটি টাকা এবং কর-বহির্ভূত রাজস্ব ৫০৪ কোটি টাকা বলে অনুমান করা হয়েছে।
অর্থনীতির চাকা চাঙ্গা করতে মূলধন ব্যয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বাজেটে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, কোনো নতুন করের প্রস্তাব করা হয়নি। বাজেটের আকার গত বছরের তুলনায় ৪৬১৮.৭৭ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ৩২৪২৩.৪৪ কোটি টাকায় পৌঁছেছে।
এই বাজেট রাজ্যের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।