নিউজ ডেস্ক || তিপরা মথা দ্রুত দুর্বল হয়ে পড়ছে বলে জোরালো দাবি তুললেন বিজেপি জনজাতি মোর্চার নেতা তথা রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২০২৬ সালে এডিসি নির্বাচনে মথার বিদায় প্রায় নিশ্চিত। এই আতঙ্ক থেকেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে।
বিপিন দেববর্মা জানান, আগামী ১৩ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র ভবনের সামনে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এক বিশাল যোগদান সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রায় সব জেলা থেকে ৫ হাজারেরও বেশি জনজাতি নেতা-কর্মী এদিন বিজেপিতে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। “এই সমাবেশ প্রমাণ করবে, জনজাতি সমাজ এখন বিকল্প শক্তি হিসেবে বিজেপিকেই এগিয়ে রাখছে,” বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিপিন দেববর্মা অভিযোগ করেন, “গুণ্ডামি দিয়ে রাজ্যে ক্ষমতায় থাকা সম্ভব নয়। মথার কর্মীরা প্রতিদিন বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে। এতেই তাদের জনপ্রিয়তা দ্রুত কমছে। অবস্থান টিকিয়ে রাখতে না পেরে হামলাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে।” তবে বিজেপি এসব হামলাকে ভয় পায় না এবং গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি।
আগামী ১৩ ডিসেম্বরের মেগা যোগদান সমাবেশ ত্রিপুরার জনজাতি রাজনীতিতে নতুন মোড় আনতে পারে এবং আগামী নির্বাচনের আগে দুই দলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।


