নিউজ ডেস্ক || এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে শীর্ষ আদালত জানিয়েছে, এই প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল।
এছাড়াও, নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্তদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট আগেই পুরো প্রক্রিয়া বাতিল করেছিল, যার ফলে ২৫,৭৫৩ জন চাকরি হারিয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও, গত ১০ ফেব্রুয়ারি শুনানি শেষে বৃহস্পতিবার ঘোষিত রায়ে হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখল শীর্ষ আদালত।