নিউজ ডেস্ক || রাজ্যের মোট চাষযোগ্য জমির ৪৭ শতাংশে বর্তমানে জল সেচের সুবিধা রয়েছে, যা আগামী কয়েক বছরের মধ্যে ৮০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, বৃষ্টির জল সংরক্ষণের জন্য ১৪টি প্রকল্পে কাজ চলছে, মঙ্গলবার সর্বভারতীয় রাজ্য জল মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
রাজ্যের ৪,৩৪৭টি স্কুলের মধ্যে ৯৬.৩৪ শতাংশ স্কুলে ইতিমধ্যেই পানীয় জলের পাইপলাইন পৌঁছে দেওয়া হয়েছে। ৮৮,৪৩৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৯৬.১৬ শতাংশে এখন রয়েছে পানীয় জলের সংযোগ। আগামী ৩১ সেপ্টেম্বরের মধ্যে শতভাগ সংযোগের লক্ষ্য স্থির করা হয়েছে।
জলশক্তি মিশনের অধীনে ৪৫ হাজার জলের উৎস সংস্কার করা হয়েছে। অমৃত সরোবর প্রকল্পের অধীনে ৯৭৫টি জলাশয় সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। ২০১৯ সালে রাজ্যে যেখানে মাত্র ২৬ শতাংশ জল সংযোগ ছিল, সেখানে ২০২৫ সালের ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত তা বেড়ে হয়েছে ৮৪ শতাংশ। আরও ৩০৩টি জল প্রকল্প, যার মধ্যে আয়রন রিমুভ্যাল প্লান্টও রয়েছে, বর্তমানে নির্মাণাধীন। ২০৪৭ সালের মধ্যে রাজ্যের নদীগুলির উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।