নিউজ ডেস্ক || ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা তাঁর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই গৌরবময় মুহূর্তে ত্রিপুরা পুলিশের জওয়ানরা জাতীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করেন।
এছাড়াও, মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব বাসভবনেও জাতীয় পতাকা উত্তোলন করেন, যা এই দিনের তাৎপর্যকে আরও গভীর করে। এই অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরায় স্বাধীনতা দিবসের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, এবং রাজ্যবাসী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে।