নিউজ ডেস্ক || পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজে আয়োজিত এক বিশাল বাজার সভায় বিজেপির শক্তি বৃদ্ধি পেলো। সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ৩৩ পরিবারের মোট ৯৭ জন জনজাতি ভোটার।
বিজেপির বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মণ্ডল সভাপতি নিতাই বল সহ অন্যান্য নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বিজেপিতে স্বাগত জানান। বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, “বিজেপির জনকল্যাণমূলক নীতি ও শক্তিশালী নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই সমাবেশ আয়োজন করেছি, যা বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানুষ দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। আমরা সকলকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাব।”
স্থানীয় নেতৃত্বদের মতে, শহীদ স্মরণে আয়োজিত এই সমাবেশে সাধারণ মানুষের বিপুল উৎসাহ দেখা গেছে, যা আগামী দিনে বিজেপির অবস্থানকে আরও শক্তিশালী করবে।