আনন্দ-উৎসাহে ঈদের নামাজ, সম্প্রীতির বার্তা ছড়াল ত্রিপুরায়
নিউজ ডেস্ক || ত্রিপুরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আজ সকালে রাজধানী আগরতলার গেদু মিয়া মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসলিম ধর্মাবলম্বী। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এদিন গেদু মিয়া মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান ঈদের নামাজ পরিচালনা করেন। তিনি বলেন, “এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে, যা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য এক মহিমান্বিত দিন।” তিনি ত্রিপুরাসহ সমগ্র দেশের মুসলিম জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
ঈদের নামাজে অংশগ্রহণ করেন যুব কংগ্রেসের নেতৃত্বরা। তাদের উপস্থিতি সামাজিক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছে। ঈদের এই শুভ দিনে ত্রিপুরার মুসলিম সম্প্রদায়ের মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠেন এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।