জিরানিয়ায় মোটরস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন, খোয়াইয়ে ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্স উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি || ত্রিপুরার পরিবহণ পরিকাঠামোর আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। সোমবার জিরানীয়া মোটরস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খোয়াইয়ের পুরান বাজারে ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
এই ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে ৪৩২ কোটি টাকা। এছাড়াও জিরানীয়া মোটরস্ট্যান্ড নির্মাণে ১৩.২৫ কোটি টাকা, জোলাইবাড়ি ও মেলাঘর মোটরস্ট্যান্ড নির্মাণে ৫ কোটি টাকা করে এবং তেলিয়ামুড়া ও শান্তিরবাজারে জেলা পরিবহণ কার্যালয় নির্মাণে ৬৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আজ যে মোটরস্ট্যান্ডগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, তা আগামী এক বছরের মধ্যেই চালু হবে। উন্নয়নকাজে কোনো রাজনৈতিক বিভাজন নেই, রাজ্য সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিতে বিশ্বাসী।” তিনি আরও জানান, ত্রিপুরার প্রতিটি অঞ্চলকে আধুনিক পরিবহণ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “ত্রিপুরার উন্নয়নের মাধ্যমে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় হবে। ইতিমধ্যে জিরানীয়া অঞ্চলে জাতীয় সড়কের চার লেনের কাজ শুরু হয়েছে, মহকুমা হাসপাতালের নির্মাণকাজও দ্রুত গতিতে এগোচ্ছে।”
অনুষ্ঠানে পরিবহণ সচিব সি কে জমাতিয়া, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায়সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
ত্রিপুরার পরিবহণ ব্যবস্থার এই আধুনিকীকরণ রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাধারণ মানুষের সুবিধার্থে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।