নিউজ ডেস্ক || জম্মু ও কাশ্মীরে চলমান বৃষ্টি ও কোথাও কোথাও হালকা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। আগামী ২৪ ঘণ্টার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ১৯ মার্চ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।
এই আবহাওয়াগত পরিবর্তন কৃষকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা হলেও, বৃষ্টিপাতের কারণে যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে কিছুটা অসুবিধা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।