নিউজ ডেস্ক || ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল। দিল্লি সফর শেষে আজ সকালে রাজ্যে ফিরে আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ত্রিপুরার অনগ্রসর জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি জানান, দিল্লিতে TWD মন্ত্রকের সচিব শ্রী বিভু নায়ারের সঙ্গে বৈঠকের পর ত্রিপুরার জন্য ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের (EMRS) অনুমোদন নিশ্চিত হয়েছে।
মন্ত্রী দেববর্মা বলেন, “ত্রিপুরার জন্য এক নতুন সকাল শুরু হতে চলেছে। এই বিদ্যালয়গুলি শুধু শিক্ষার আলো ছড়াবে না, বরং উপজাতি অধ্যুষিত অঞ্চলের শিশুদের মধ্যে নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতাকে জাগিয়ে তুলবে।” তিনি আরও উল্লেখ করেন, “শিক্ষা শুধু একটি পাঠ্যক্রম নয়, এটি একটি জাতির মেরুদণ্ড। এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা সেই মেরুদণ্ডকে আরও শক্তিশালী করতে চাই।”
ত্রিপুরার জনজাতি অধ্যুষিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলির জন্য এই বিদ্যালয়গুলি আশার আলো হয়ে উঠবে বলে মনে করছে শিক্ষামহল। আধুনিক পরিকাঠামো, আবাসিক সুবিধা এবং সার্বিক বিকাশের উপযোগী পরিবেশ নিয়ে এই বিদ্যালয়গুলি গড়ে তোলা হবে। মন্ত্রী জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিভাবক, শিক্ষক ও সাধারণ নাগরিকদের এই শিক্ষাযাত্রায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। মন্ত্রী দেববর্মার কথায়, “ত্রিপুরা এখন শুধু স্বপ্ন দেখছে না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।”
শিক্ষামহলের মতে, এই ঘোষণা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি প্রজন্মের স্বপ্নপূরণের দিকে একটি দৃঢ় পদক্ষেপ।