“সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মন্ত্রে উন্নয়নের পথে ত্রিপুরা” -মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ টাকারজলা মন্ডলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেন। এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের জাতি-জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে বিজেপি সরকারের প্রতিশ্রুতি “সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” মন্ত্রকে বাস্তবায়িত করার প্রয়াস আরও একধাপ এগিয়ে গেল।
মুখ্যমন্ত্রী জানান, এই উপলক্ষ্যে রাজ্যজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। টাকারজলার এই সম্মেলনে বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ৫০টি পরিবারের মোট ১৪০ জন ভোটার দলে যোগ দিয়েছেন। তিনি নবাগতদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, “আমরা একসঙ্গে মিলে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যাব।”
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, বিজেপি সরকার জনজাতি সম্প্রদায়ের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে। তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে প্রতিটি সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।
টাকারজলা মন্ডলে এই যোগদান কর্মসূচী বিজেপির গ্রহণযোগ্যতা এবং জনগণের মধ্যে ক্রমবর্ধমান সমর্থনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।