নিউজ ডেস্ক || কুসংস্কারের কালোছায়ায় আরও একটি কচি প্রাণ ঝরে গেল। মাত্র চার বছরের শিশু মানিক ত্রিপুরা, ধুমাছড়া ভূদ কিশোর পাড়ার বাসিন্দা, কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েছে। উপযুক্ত চিকিৎসার অভাব এবং অভিভাবকদের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতাই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার বিবরণে জানা গেছে, প্রায় এক মাস আগে শিশু মানিককে একটি কুকুর কামড়ে গুরুতর আহত করে। কিন্তু শিশুর অভিভাবকরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ওঝার শরণাপন্ন হন। এক মাস ধরে ঝাড়ফুঁক, হাঁস-মোরগ-কবুতর বলি দেওয়ার মতো কুসংস্কারাচ্ছন্ন প্রথা চললেও শিশুটির অবস্থার কোনো উন্নতি হয়নি। শুক্রবার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাকে মনুঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলেও, এম্বুলেন্সে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
দেশের স্বাধীনতার ৭৭ বছর পার হলেও, কুসংস্কারের এই অন্ধকার থেকে সমাজকে মুক্ত করা এখনও সম্ভব হয়নি। এই ঘটনা ফের প্রমাণ করে, সচেতনতার অভাব এবং কুসংস্কার কীভাবে একটি কচি প্রাণ কেড়ে নিতে পারে। এলাকাবাসী এই ঘটনায় শোকাহত এবং স্বাস্থ্য সচেতনতার উপর জোর দেওয়ার দাবি জানিয়েছেন।